আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ নভেম্বর, ২০১৮

‘ইউটার্ন’ নিয়ে হিটলারের উদাহরণ

পরিস্থিতির দাবি অনুযায়ী যে নেতারা ‘ইউটার্ন’ নেন না তারা ‘প্রকৃত নেতা না’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি জার্মানির সাবেক এক নায়ক এডলফ হিটলারের উদাহরণও দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম, খবর এনডিটিভির।

‘হিটলার ও নেপোলিয়ন (বোনাপার্ট) ইউটার্ন না নেওয়ায় ভীষণভাবে পরাজিত হয়েছিলেন, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল’Ñ শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইমরান এমনটি বলেছেন বলে তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে জিও নিউজ।

‘আপনি যদি হাঁটতে থাকেন আর সামনে একটি দেয়াল পড়ে, তখন আপনাকে রাস্তা পরিবর্তন করে বিকল্প রাস্তা খুঁজতে হবে, কীভাবে ইউটার্ন নিতে হয় যে নেতা জানেন না তিনি সফল হন না’ ইমরান এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন সংবাদ সম্মেলনে থাকা এক সাংবাদিক।

পাকিস্তান পিপলস পার্টির নেতা খুরশীদ শাহ ইমরানকে কটাক্ষ করে বলেন, ইমরান খান হিটলার এবং ক্ষতি এড়াতে সে ইউটার্ন নিয়েই যাচ্ছে। তিনি মন্তব্য করেন, প্রধানমন্ত্রী একটি বার্তা দিচ্ছেন যে হিটলার হেরেছে কারণ সে ইউটার্ন নেয়নি, নিলে সে সফল হতো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close