আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ নভেম্বর, ২০১৮

আসিয়া খালাস : কট্টরপন্থিদের সঙ্গে চুক্তির পর থামল বিক্ষোভ

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে নিম্ন আদালতে মৃত্যুদ- পাওয়া খ্রিস্টান নারী আসিয়া বিবিকে খালাস করে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে চলা কয়েক দিনের বিক্ষোভ থেমেছে। কট্টরপন্থি মুসলিম দল তেহরিক-ই-লাবাইকের (টিএলপি) সঙ্গে ইমরান খান সরকারের চুক্তির পর আন্দোলনকারীরা আটকে রাখা সড়কগুলো ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

আসিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে এ দলটিই সর্বাত্মক বিক্ষোভের ডাক দিয়েছিল; হুমকি দিয়েছিল রায় ঘোষণা করা বিচারকদেরও। মুক্তি পাওয়ার পর আসিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়ে চলে যেতে পারেÑ এমন ইঙ্গিতের মধ্যেই টিএলপি ও সরকারের মধ্যে চুক্তিটি হয়।

চুক্তি অনুযায়ী সরকার আসিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেবে; সুযোগ থাকবে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলেরও। খালাসের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ থেকে যাদের আটক করা হয়েছে, সরকার তাদের ছেড়ে দিলেও যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে মামলা চলবে। এর বদলে টিএলপি বিক্ষোভ বন্ধ করবে এবং সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে নেবে। চুক্তির কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও। বিবিসিকে তিনি বলেছেন, এখনই উগ্রবাদ দমন না করতে পারায় এ পথেই হাঁটতে হচ্ছে তাদের। ‘দুটো পথ আছে। শক্তি প্রয়োগ করা কিংবা মধ্যস্থতা। শক্তি প্রয়োগে প্রাণহানি হবে, একটি রাষ্ট্র এমনটা করতে পারে না। আর মধ্যস্থতার ক্ষেত্রে কিছু পেতে হলে কিছু ছাড় দিতেই হবে,’ বলেন ফাওয়াদ। এর মাধ্যমে সরকার উগ্রবাদীদের দাবির মুখে মাথানত করছে না বলেও মন্তব্য তার।

‘উগ্রবাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। এ ধরনের সহিংস বিক্ষোভের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে এবং স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। এ মুহূর্তে এটা নিরাময় করা যাচ্ছে না। এখন আমরা যা করছি, তা হল আগুনে পানি ঢালা। কিন্তু নিরাময় করতেই হবে, আর সেটা করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ,’ বলেন এ পাকিস্তানি মন্ত্রী।

ইসলাম দেশটির রাষ্ট্রধর্ম হওয়ায় বিভিন্ন আইনেও এর প্রভাব বিদ্যমান; তারই একটি এ ব্লাসফেমি আইন। যদিও এটি মূলত ব্যক্তিগত রেষারেষির প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেই সংখ্যালঘুদের ওপর ব্যবহৃত হয়, আহমদিয়া এবং খ্রিস্টানরাই এর কোপে পড়ে বলে দাবি সমালোচকদের। আসিয়া নুরিনের (আসিয়া বিবি নামেই যিনি পরবর্তীতে পরিচিত হন) ঘটনাও অনেকটা তেমনই। ৯ বছর আগে ফল তোলার সময় কথাকাটাকাটির একপর্যায়ে আসিয়া নবী মোহাম্মদকে (সা.) কটূক্তি করেছিলেন বলে অভিযোগ অন্য নারীদের।

খ্রিস্টান আসিয়া বালতিতে থাকা পানি গ্লাসে করে খাওয়ায় গ্লাসটি অপবিত্র হয়ে পড়ে বলে দাবি করেছিল ওই নারীরা। এরপরই তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

পরে আসিয়ার বাড়িতেও হামলা হয়। সেসময় মারধরের একপর্যায়ে আসিয়া ব্লাসফেমির ঘটনা স্বীকার করেন বলেও দাবি অভিযোগকারীদের। আসিয়া অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগ অস্বীকার করে আসছেন। কথাকাটাকাটি হলেও মুসলমানদের নবীর বিরুদ্ধে কোনো ধরনের খারাপ কথা বলেননি, ভাষ্য তার।

নিম্ন আদালতে আসিয়ার এ ভাষ্য টেকেনি; বিচারে তার মৃত্যুদ- হয়, যার পরে হাইকোর্টেও বহাল থাকে। বুধবার ঐতিহাসিক এক রায়ে সুপ্রিম কোর্ট আসিয়ার আপিল আবেদন গ্রহণ করে তাকে খালাস দেয়। এরপরই বিক্ষোভ শুরু করে জনজীবন অচল করে দেয় কট্টরপন্থি ধর্মীয় সংগঠনগুলো, যার সমালোচনা এসেছে চলতি বছরই প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের কাছ থেকেও।

‘আপনারা রাস্তা বন্ধ করে দিয়েছেন, আপনারা লোকজনের জীবনজীবিকা ছিনিয়ে নিচ্ছেন। এটা ইসলামের সেবা নয়, এটা রাষ্ট্রের সঙ্গে শত্রুতা। শুধু রাষ্ট্রবিরোধীরাই এমনভাবে কথা বলে, বিচারকদের হত্যা করো, সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ শুরু করো। এরা শুধু এদের ভোটব্যাংক বাড়ানোর চেষ্টা করছে,’ টেলিভিশন ভাষণে বলেন ইমরান। তবে এর পরও বিক্ষোভ থামেনি। পরে সরকার ও টিএলপির মধ্যে সমঝোতার পরই অবস্থার উন্নতি ঘটে, বলছে স্থানীয় গণমাধ্যম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close