আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ জুলাই, ২০১৮

সৌদি বাহিনীর ওপর ইয়েমেনি ড্রোন হামলা!

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সেনাদের ওপর ইয়েমেনি ড্রোনের গোয়েন্দা অভিযানের প্রথম ভিডিও প্রকাশ করেছে হুথি সমর্থিত সেনারা। এসব গোয়েন্দা অভিযানে অংশ নেয় ইয়েমেনের বেশ কয়েকটি ড্রোন। দুই মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে, পশ্চিমাঞ্চলীয় হুদায়দা বন্দর এলাকায় ইয়েমেনের একটি ড্রোন সৌদি নেতৃত্বাধীন জোট সেনাদের অবস্থান শণাক্ত ও তথ্য সংগ্রহ করছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ ভিডিও সম্প্রচার করেছে। গোয়েন্দা ড্রোনের দেয়া তথ্যের ভিত্তিতে হুথি সমর্থিত বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ইউনিট সৌদি জোটের অবস্থানে বোমা হামলার পরিকল্পনা করে।

শনাক্ত করা সৌদি অবস্থান থেকে ড্রোনটি সরে যাওয়ার পর সেখানে ইয়েমেনি সেনারা বোমা হামলা চালায় যাতে সৌদি নেতৃত্বাধীন সেনাদের বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, ইয়েমেনের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ইউনিটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল-জাফারি পশ্চিম উপকূলে সৌদি জোটের বিরুদ্ধে ড্রোন ব্যবহারের ঘটনাকে ‘তুরুপের তাস’ হিসেবে উল্লেখ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist