আন্তর্জাতিক ডেস্ক

  ১১ মার্চ, ২০১৮

হাতি আর ড্রাগন মিলে নাচ হবে বলল চীন

ভারতীয় হাতির সঙ্গে হাতাহাতি নয়, নাচবে চীনা ড্রাগন। বৃহস্পতিবার বেইজিং পার্লামেন্ট অধিবেশনের ফাঁকে এ কথাই বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়্যাং ই। ডোকা লা ইস্যু নিয়ে গত বছর থেকে ভারত-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপড়েন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়্যাং বলেন, কিছু মতবিরোধ আছে, কিন্তু দুই? দেশের সম্পর্ক ক্রমবর্ধমান। তবে দুই দেশকেই মানসিক দ্বন্দ্ব ঝেড়ে ফেলে, প্রাথমিক দূরত্ব সরিয়ে রেখে আলোচনায় বসতে হবে। সন্দেহের বদলে বিশ্বাস, মতপার্থক্যের বদলে বৈঠক এবং সহযোগিতা প্রয়োজন। চীন তার অধিকার সম্পর্কে যেমন, তেমনই ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষাতেও ওয়াকিবহাল। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যেতে জোরালো কর্মসূচি নিয়েছে দুই দেশই। চীন এবং ভারত একজোট হলে ১১ হবে, ২ নয়। ওয়্যাং আরো বলেন, আন্তর্জাতিক অবস্থানের এ বছর যে বিশাল পরিবর্তন আসবে তাতে ভারত এবং চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প নিয়ে ভারতের আপত্তি সম্পর্কে ওয়্যাংয়ের মন্তব্য, সংবাদমাধ্যম আসলে শিরোনাম খুঁজছে। কিন্তু ভারত আর চীনের মধ্যের টানাপড়েন অনেকটাই সমুদ্রের ফেনার মতো, যা মানুষের চোখ টানলেও অবশেষে মিলিয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist