বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ৩১ জানুয়ারি, ২০২৪

বেনাপোল স্থল বন্দর

৭৬ হাজার মার্কিন ডলারসহ যাত্রী আটক

যশোরের বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে ভারত ফেরত নাসরিন আক্তার নামে এক পাসপোর্টধারী যাত্রীকে ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে আটক করে। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। শুল্ক গোয়েন্দারা জানান, তাদের কাছে গোপন একটি সংবাদে আসে ভারত থেকে এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসের ভেতরে গোপনে অবস্থান করেন।

পরে ওই নারী যাত্রী ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে কাস্টমসের তল্লাশি কেন্দ্রে এলে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার। যার আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ লাখ। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সুপারিনটেনডেন্ট কামাল হোসেন জানান, আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close