ফরিদপুর প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৪

৬৫ বছর ধরে একসঙ্গেই ভোট দেন তারা

ফরিদপুর-৩ (সদর) আসনের ধুলদী আবদুল কুদ্দুস মুন্সী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে চোখে পড়ে এক বয়স্ক দম্পতি। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় তারা একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে আসেন। এ দম্পতির নাম ইয়াজউদ্দিন মল্লিক (৯১) ও করিমন নেসা (৭৯)। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের মাচ্চর গ্রামের বাসিন্দা। ৫ ছেলে ও ৩ মেয়ের রয়েছে এই দম্পতির। তাদের বিয়ে হয়েছে ৬৫ বছরেরও বেশি সময় আগে। এই সময়ের মধ্যে যতবার তারা বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছেন একসঙ্গে দিয়েছেন। ইয়াজউদ্দিন মল্লিক বলেন, আমি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতাম। তবে এখন বয়সের ভারে হাঁটতেই কষ্ট হয়। এজন্য কোনো কাজ করেন না। কৃষিজমি বর্গা দিয়ে ও ছেলেমেয়েদের দেওয়া টাকায় চলি। জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকারের সব নির্বাচনেই আমরা স্বামী-স্ত্রী একসঙ্গে ভোট দিতে যাই। বিয়ের পর থেকে দু-একবার বাদে সব ভোটই দিয়েছি। করিমন নেসা বলেন, আমরা ভোটের সময় সকাল সকাল এসে ভোট দিই। তবে আজকে শীত বেশি থাকায় রোদ ওঠার পর কেন্দ্রে এসেছি। একবার ভাবছিলাম সকালে ভোট দেব না। আবার ভাবলাম আর কদিন বাঁচি। এজন্য ভোটটা দিয়া যাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close