প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ মে, ২০২২

আজকের এই দিনে

আজ ১৯ মে। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ বিষয়।

ইতিহাস :

৫২১ : ওসমানিয়ার সেনারা বেলজিয়ামের রাজধানী বেলগ্রেড দখল করে নেয়।

১৫৩৬ : পুত্র সন্তান জন্মদানে ব্যর্থতার অভিযোগে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির দ্বিতীয় স্ত্রী অ্যানি বোলিয়েনের শির- েদ।

১৬৪৯ : রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা।

১৯৩০ : দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নারীদের ভোটাধিকার প্রয়োগ।

১৯৩৬ : ব্রিটিশ আবিষ্কারক ওয়াটসন ওয়াট রাডার নির্মাণ করেন।

১৯৯৭ : বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে সাড়ে ৩ শতাধিক প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি।

জন্ম :

১৮৮১ : তুরস্কের প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্ক।

১৯০৮ : বাঙালি কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়।

১৯১৩ : নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি।

১৯১৪ : ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয, অস্ট্রীয় বংশোদ্ভূত ব্রিটিশ আণবিক জীববিজ্ঞানী।

১৯২২ : অমর পাল, ভারতের বাঙালি লোকসংগীত শিল্পী ও লেখক।

মৃত্যু :

১৯৫৮ : স্যার যদুনাথ সরকার, স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।

১৯৭০ : লেখক ও চিন্তাবিদ কাজী আবদুল ওদুদ।

২০১২ : সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী।

দিবস : বিশ্ব হেপাটাইটিস দিবস, উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close