নিজস্ব প্রতিবেদক

  ০৯ মে, ২০২২

সাংবাদিকদের স্থানীয় সরকারমন্ত্রী

সমন্বিত উদ্যোগে হবে পরিকল্পিত নগরায়ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিকল্পিত নগরায়ণ হবে। এর জন্য একটি কমপ্রিহেনসিভ অ্যারেঞ্জমেন্ট লাগবে- কতটুকু রাস্তা লাগবে, কতটুকু খেলার মাঠ লাগবে, ওয়াটার বডি লাগবে। আমি যখন ডিটেইল এরিয়া প্ল্যান করতে যাই, তখন অনেকের অনেক কথা শুনতে হয়েছে। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে।’ গতকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর-পরবর্তী সাক্ষাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকায় ৬ শতাংশ জায়গা আছে রাস্তার জন্য, ঘর করছে, সব জায়গা থাকার জন্য করতে চাচ্ছে। স্কুল কোথায় হবে এটা ঠিক করতে হবে, আবাসন সব জায়গায় লাগবে না। কোনো দায়িত্ব নেব না, কিন্তু কথা এমনভাবে বলব যে, শেষ পর্যন্ত ঢাকা শহরে বাংলাদেশের সব মানুষ এসে থাকবে। প্রতিদিন ৫ হাজার লোক ঢাকায় আসে, এখানে সুবিধা আছে। আমি তো ওভারনাইট দেশের সব জায়গায় সুবিধা পৌঁছে দিতে পারব না।’

স্থানীয় সরকার আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হওয়ার কারণে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছেছে, অনেক স্কুল হয়েছে। স্বাস্থ্যসেবার সুযোগ বেড়েছে। সারা পৃথিবীতে যেটা করে, তারা শহরে বসবাস করার ক্ষেত্রে ট্যারিফ ইন্টারভেনশন করেছে। গ্রামে যদি হোল্ডিং ট্যাক্স হয় ৫০ টাকা, এখানে ৫ হাজার টাকা করে দেন। যাত্রাবাড়ীতে যদি ২০ টাকা হয়, গুলশানে ৫০০ টাকা করে দেন। এ ব্যাপারে আমি বলি, আর কেউ কথা বলে না। আমাদের ইন্টারভেনশন করতে হবে, দূরে থাকলেও ফ্যাসিলিটি দিতে হবে। সেখানে বিদ্যুতের দাম কমিয়ে দেন।’

মন্ত্রী বলেন, ‘আমি যখন নির্বাচন করি ওই সময় আমারটা ছাড়া আর গাড়ি দেখিনি। এখন যখন গ্রামে যাই কিছুক্ষণ পরপর একটা করে গাড়ি ক্রস করে। গ্রামে যারা বাস করেন তাদের জীবনমান উন্নত হয়েছে। গ্রামে যে পারছে বাড়ি বানাচ্ছে। সুতরাং এখন থেকে আমাদের সতর্ক হবে সব বিষয় নিয়ে। আমি কয়েক দিন আগে সংসদে বলেছিলাম গ্রামেও ট্রাফিক জ্যাম হবে। তাই এখন থেকে আমাদের সতর্ক হতে হবে, গ্রামকে সেভাবে গড়তে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close