নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০২২

সোনারগাঁয়ে ২ এসআই নিহতের ঘটনায় তদন্ত কমিটি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের গাড়ি পুকুরে ফেলে দিয়ে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনায় পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) পানিতে ডুবে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। জেলা পুলিশের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়।

জানা গেছে, কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সভাপতি, জেলা গোয়েন্দা শাখার ‘খ জোনের’ ওসি এস এম শাহরিয়ার হাসান ও ডিএসবি শাখার ডিআইও-২ মো. হুমায়ুন কবির খানকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, পালিয়ে যাওয়া সেই আসামিকে ঘটনার তিন দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত সোমবার সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় পুলিশের গাড়ি চালিয়ে যাওয়ার সময় পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় আসামি। এ সময় দুই পুলিশ সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close