reporterঅনলাইন ডেস্ক
  ১০ মার্চ, ২০২৪

অগ্রযাত্রায় আরেকটি পালক

বিসিবিতে এবার নারী আম্পায়ার

মিশু চৌধুরী (বাঁ দিকে) ও সাথিরা জেসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেট ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। খেলার পাশাপাশি ম্যাচ পরিচালনায়ও নারীদের গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।

নারী ক্রিকেটের অগ্রযাত্রায় এবার যুক্ত হলো আরেকটি পালক। এই প্রথম দুই নারীকে আম্পায়ার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

শনিবার দশম বোর্ড সভায় দুজন নারী আম্পায়ারকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে বিসিবি। বোর্ড সভা শেষে বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব।

আম্পায়ার হিসেবে সাথিরা জেসি ও মিশু চৌধুরী নিয়োগ পাচ্ছেন। দুজনেরই আম্পায়ারিংয়ে বেশ অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া জেসির ঝুলিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিসিবি,নারী আম্পায়ার,নারী ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close