reporterঅনলাইন ডেস্ক
  ০১ মার্চ, ২০২৪

ফুটবলে চার বছরের জন্য নিষিদ্ধ পগবা

ফাইল ছবি

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবাকে নিষিদ্ধঘোষিত ড্রাগ গ্রহণের দায়ে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় দল ও ক্লাবসহ সব ধরনের ফুটবলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে রায়ের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করতে পারবেন জুভেন্টাসের এই ফুটবলার। খবর বিসিসি

নিষিদ্ধঘোষিত ড্রাগ গ্রহণের দায়ে গত বছরের সেপ্টেম্বরে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছিলেন পগবা। পরীক্ষায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার শরীরে উচ্চমাত্রার নিষিদ্ধ মাদক টেস্টোস্টোরনের উপস্থিতি পাওয়া গিয়েছিল।

এর আগে গত ২০ আগস্ট এ মৌসুমে জুভেন্টাসের হয়ে প্রথম ম্যাচ খেলার পর থেকে ধারাবাহিকভাবে পগবাকে পরীক্ষা করা হচ্ছিল। গত অক্টোবরে দ্বিতীয় পরীক্ষায় পগবার অপরাধ প্রমাণিত হওয়ার পর তাকে ৪ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ করে ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল (ন্যাডো)। যার অর্থ, ৩৩ বছর বয়সী পগবা ২০২৭ সাল পর্যন্ত খেলতে পারবেন না।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফুটবল,ফ্রান্স,ড্রাগ গ্রহণ,ম্যানচেস্টার ইউনাইটেড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close