reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি, ২০২৪

বিপিএল খেলতে রাতে ঢাকায় বাবর আজম

বিপিএল খেলতে চলে এসেছেন পাকিস্তান ক্রিকেটের বড় দুই তারকা বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। সোমবার রাতেই ঢাকায় পা রেখেছেন তারা। বাবর খেলবেন রংপুর রাইডার্সে, রিজওয়ানের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

জানা গেছে, সাবেক টপ অর্ডার মোহাম্মদ হাফিজ টিম ডিরেক্টর হয়ে পাকিস্তানের ক্রিকেটাদের এক নতুন শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের পিএসএল ছাড়া কোনো পাকিস্তানি ক্রিকেটার আর সর্বোচ্চ দুটির বেশি ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে না। মানে পিএসএলসহ ৩টি ফ্র্যাঞ্চাইজি লিগের বেশি খেলতে পারবেন না।

সে কারণেই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস বাংলাদেশে এসেও ফিরে যেতে বাধ্য হয়েছেন। যার ফলশ্রুতিতে বাবর-রিজওয়ানের বিপিএলে অংশ নেয়া নিয়ে ভক্ত-সমর্থকের অনেকের মনে সংশয় তৈরি হয়েছিল। সে সংশয় কেটে গেছে। পাকিস্তানের দুই শীর্ষ তারকা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার রাতেই ঢাকায় এসেছেন।

জানা গেছে, কিউইদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে একই ফ্লাইটে সরাসরি নিউজিল্যান্ড থেকে বিপিএল খেলতে এসেছেন তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,বাবর আজম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close