
ফুটবল থেকে অবসরের ঘোষণা সাফজয়ী স্বপ্নার

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্নার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন ফুটবলে আর পা না দেওয়ার। নেপালের সাফ চ্যাম্পিয়নশিপে চার গোল করে দলের শিরোপা জেতায় বড় ভূমিকা রেখেছেন।
নিজের ফেসবুক পেজে স্বপ্না লিখেছেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে বিদায় নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহতায়ালার প্রতি। খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং সবাই আমার জন্য দোয়া করবেন।’
স্বপ্না জানান, ‘অনেক তো খেললাম। এবার পরিবারকে একটু সময় দেই। তবে এখনই বিয়ে করছি না। ফুটবল আমি আর খেলবো না এটা নিশ্চিত। অবসর নিয়ে নিয়েছি।’
জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘স্বপ্না অনুশীলন করে আমার কাছে ছুটি নিয়ে বাড়ি গেছে। তবে অনেক দিন খেলা না থাকায় ও একটু হতাশ ছিল। ওকে বুঝিয়েছি। কিন্তু খেলবে না বললো।’