reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুলাই, ২০২২

মেসিদের বিশ্বকাপ জার্সি ফাঁস!

কাতার বিশ্বকাপে মেসিদের জার্সি। ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপ ফুটবলের মহারণ শুরু হতে এখনও পাঁচ মাস বাকি। এরই মধ্যে ফাঁস হয়ে গেলে আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি।

বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড আডিডাসের তৈরি জার্সিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আগামী ৮ জুলাই। আর সেই আনুষ্ঠানিকতার এক সপ্তাহ আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে মেসিদের জার্সি।

আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক গাসতোন আদুলের বরাত দিয়ে নিজ টুইটার হ্যান্ডলে অফিশিয়াল জার্সিটির ছবি পোস্ট করেছেন আরেক ক্রীড়া সাংবাদিক রয় নেমার।

তবে এবারের জার্সিতে নতুনত্বের দেখা মেলেনি। ২০১৪ সালের জার্সির সঙ্গে অনেকখানি মিল রয়েছে আর্জেন্টিনার এবারের জার্সিটির।

আর্জেন্টিনার পতাকার আদলে জার্সিটিতে রয়েছে সাদার ওপর আকাশি-নীলের স্ট্রাইপ। হাত, গলা ও কাঁধে রয়েছে কালো রঙের বর্ডার। আর আডিডাসের বিখ্যাত থ্রি স্ট্রাইপ ডিজাইন রাখা হয়েছে হাতায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বকাপ,মেসি,জার্সি,ফাঁস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close