reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০২১

পুরনো কৌশলে স্কটল্যান্ড

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে টস ভাগ্যটা ভালো না হলেও ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছিল স্কটল্যান্ড। সে ধারা ধরে রাখতেই এবার স্কটিশরা মুখোমুখি পাপুয়া নিউগিনির। আজ টসে জিতে নিলেন ব্যাট করার সিদ্ধান্ত।

শুরুতে লড়াকু স্কোর তুলে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো, পরে পরিকল্পিত বোলিং-ফিল্ডিংয়ে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানো, এই ছিল স্কটিশদের কৌশল। দ্বিতীয় ম্যাচেও একই কৌশলে ভরসা রাখছেন স্কটিশ অধিনায়ক।

অপরদিকে, পাপুয়া নিউ গিনি প্রথম ম্যাচে হেরেছে ওমানের কাছে। তবে অধিনায়ক আসাদ ভালা আগের ম্যাচের ভুল শোধরানোর কথা এই ম্যাচে বললেন, ‘দুটো উইকেট পড়ে যাওয়ার পর আমরা লড়াই করেছিলাম, এটা ইতিবাচক দিক। আমরা পরিকল্পনাটা ঠিকঠাক প্রয়োগ করতে পারিনি। নিজেদের ওভারগুলো ঠিকঠাক শেষ করতে পারিনি।’

প্রথম ম্যাচ থেকে এই ম্যাচের স্কটিশদের একাদশে পরিবর্তন এসেছে একটা। সাফইয়ান শারীফের বদলে দলে এসেছেন আলিসদাইর ইভান্স। আগের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দল দারুণভাবেই আনন্দিত স্কটিশ অধিনায়ক বলেন, ‘সব ম্যাচ জেতার, ইতিহাস গড়ার ভালো সুযোগ আছে আমাদের সামনে। জাতি হিসেবে বড় কিছু অর্জন করার মতো দল আছে আমাদের।’

আজকের ম্যাচে স্কটল্যান্ডের একাদশে রয়েছেন কাইল কোয়েটজার, জর্জ মুন্সি, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলয়েড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জশ ডেভি, আলিসদাইর ইভান্স, ব্র্যাড হুইল।

এবং পাপুয়া নিউ গিনির একাদশে আছেন টনি উরা, লেগা সিয়াকা, আসাদ ভালা, চার্লস আমিনি, সেস বাউ, নরম্যান ভানুয়া, সাইমন আতাই, কিপলিন ডোরিগা, চাদ সোপার, কবুয়া মোরিয়া, নোসাইনা পোকানা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টি-টোয়েন্টি,বিশ্বকাপ,স্কটল্যান্ড,পাপুয়া নিউ গিনি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close