reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২১

টি-২০ উদ্বোধনী ম্যাচ

ওমানের সঙ্গে পাত্তাই পেল না পাপুয়া নিউগিনি

পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নিলো মরুর দেশ ওমান।

রবিবার (১৭ অক্টোবর) আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে র‌্যাংকিংয়ে বিশ্বকাপের প্রথম খেলায় তিন ধাপ ওপরে থাকা পিএনজিকে পাত্তাই দেয়নির ওমান। ৪৪ বল হাতে রেখে বিশাল জয়ে শুভসূচনা করেছে স্বাগতিকরা। ১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করে কোনো উইকেট না হারে জয়ের বন্দরে পৌছায় ওমান।

আগামী ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ তাদের। এই জয়ের মাধ্যমে টাইগারদেরও বড় বার্তা দিয়ে রাখলো স্বাগতিকরা।

টস হেরে ব্যাট হাতে পিএনজির শুরুটা হয়েছিল খুবই নড়বড়ে, দলের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। সেখান থেকে মাঝে হাল ধরেন টপঅর্ডারের দুই ব্যাটার। কিন্তু শেষদিকের ব্যাটিং ধসে সংগ্রহটা বড় হয়নি পিএনজির।

স্বাগতিক ওমানের বোলিং তোপে মাত্র ৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেন পিএনজি। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৯ উইকেটে ১২৯ রানে।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক জিশান মাকসুদ। নিজের দ্বিতীয় ওভারে চার বলে তিন উইকেট নেন তিনি। সবমিলিয়ে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।

শূন্য রানে পিএনজির দুই উইকেট পতনের পর তৃতীয় উইকেটে অধিনায়ক আসাদ ভালা ও চার নম্বরে নামা চার্লস আমিনি প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের জুটিতে মাত্র ১০ ওভারেই আসে ৮১ রান। ইনিংসের দ্বাদশ ওভারে রানআউটের মাধ্যমে ভাঙে এই জুটি। দূর্ভাগ্যজনক আউট হওয়ার আগে ৪ চার ও ১ ছয়ের মারে ২৬ বলে ৩৭ রান করেন আমিনি। তবে ব্যক্তিগত ফিফটি তুলে নেন অধিনায়ক ভালা। তার ব্যাট থেকে আসে ৪ চার ও ৩ ছয়ের মারে ৪৩ বলে ৫৬ রানের ইনিংস।

ওমানের পক্ষে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন জিশান। এছাড়া বিলাল খান ও কলিমউল্লাহর শিকার ২টি করে উইকেট।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওমান,পাপুয়া নিউগিনি,টি-২০ বিশ্বকাপ,জয়ি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close