reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মে, ২০২১

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে টাইগারদের উন্নতি

নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে এক পয়েন্ট হারিয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য ঘোষিত র‌্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ দলের। 

মূলত ওয়েস্ট ইন্ডিজের অবনতি হওয়াতেই র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের। ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় নবম পজিশনে আছে বাংলাদেশ দল। ২৭৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড, ২৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত, ২৬৩ পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড আর ২৬১ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। 

২৫৮, ২৪৮, ২৩৬ ও ২২৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও শ্রীলংকা। ২২২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ।

পিডিএসও/এসএমএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টি-টোয়েন্টি,টাইগার,উন্নতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close