reporterঅনলাইন ডেস্ক
  ০৭ মার্চ, ২০২১

ভারত টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পুরস্কার হাতেনাতে পেয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পাশাপাশি নিউজিল্যান্ডকে হটিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে অবস্থান করছে ভারত।

শনিবার শেষ টেস্টে ইনিংস ও ২৫ রানে হারিয়ে হারিয়ে চার ম্যাচের সিরিজ জেতে ৩-১ ব্যবধানে। এরপরেই উন্নতি ঘটে টেস্ট র‍্যাংকিংয়ের।

১ নম্বরে ওঠা ভারতের রেটিং পয়েন্ট ১২২। এর আগে ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করে শীর্ষে ওঠা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৮, তারা আছে দ্বিতীয় স্থানে।

তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৩। শুধু টেস্ট র‍্যাংকিং নয় টেস্ট চ্যাম্পিয়নশিপেও শীর্ষে কোহলিরা। ৬ সিরিজ খেলে ভারতের পয়েন্ট ৫২০। দ্বিতীয় স্থানে থাকে নিউজিল্যান্ডের পয়েন্ট ৪২০।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টেস্ট র‍্যাংকিং,ভারত,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close