ক্রীড়া প্রতিবেদক

  ০৭ ডিসেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু বিপিএল : প্রস্তুত উদ্বোধনী মঞ্চ

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসবেন জনপ্রিয় বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগম ও কৈলাশ খের। এ ছাড়া দেশি তারকাদের মধ্যে মমতাজ ও জেমসও থাকছেন।

আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। তার আগে আগামীকাল মঞ্চস্থ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেটা আয়োজনে পুরোপুরি প্রস্তুত উদ্বোধনী মঞ্চ।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ এই বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই উদ্বোধনী অনুষ্ঠান বেশ জাঁকালো করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড়সড় পরিকল্পনা হাতে নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি বিকাল সাড়ে ৪টা থেকে সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের ব্যপ্তিকাল হবে সাড়ে ৫ ঘণ্টা। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৪ টায় আর শেষ হবে রাত ১০টায়। গেট খুলে দেওয়া হবে দুপুর আড়াইটায় আর বন্ধ করে দেওয়া হবে সাড়ে ৫টায়।

উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আগ্রহী সাধারণ দর্শকদের জন্য দুঃসংবাদ হলো, মাত্র ৫ হাজারের মতো দর্শক এ জাঁকালো উদ্বোধনী আয়োজন মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন। প্রেসিডেন্ট বক্সে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নিরাপত্তার জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের অনেকটা অংশ ফাঁকা রাখতে হবে। এ ছাড়া ভিআইপি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের জন্য অনেক জায়গা ছেড়ে দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের মূল্য আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সর্বোচ্চ মূল্য (ভিআইপি) ধরা হয়েছে ১০ হাজার টাকা। এ ছাড়া ৫ হাজার ও ১ হাজার টাকা মূল্যের টিকিটও থাকবে। শেরেবাংলা স্টেডিয়াম চত্বরে, শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে, গুলশান দুইয়ে হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা, বনানীর ফাহিম মিউজিক ও গুলশান দুইয়ের ক্যাফে ইডেনে টিকিট ছাড়া হবে।

এ ছাড়া অনলাইন মাধ্যম সহজ ডট কম, পেপয়েন্ট ডট কম বিডি ও গ্যাজেটবাংলা ডট কম থেকেও টিকিট কাটা যাবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু বিপিএল,বিপিএল,উদ্বোধনী অনুষ্ঠান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'WHERE news_id=198782' at line 3
Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '198782' for key 'news_hits_counter.news_id'