reporterঅনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

হোয়াইটওয়াশ এড়াতে লড়ছে বাংলাদেশ

ডানেডিনে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে ৩৩১ রান করতে হবে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। পঞ্চম ওভারের প্রথম বলে মাশরাফির দারুণ বোলিংয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ৮ রান করা কলিন মানরো। আগের দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মার্টিন গাপটিলকে থামতে হয় তামিমের ক্যাচে। সাইফউদ্দিনের বলে লং অন সীমানায় ক্যাচ তোলেন গাপটিল। প্রথমে বল নিজের নিয়ন্ত্রণে নেন তামিম। শরীর সীমানা অতিক্রম করায় বল ছুঁড়ে দেন শূন্যে। এরপর মাটিতে বল পড়ার আগেই আবার ক্যাচ নেন তামিম। ৪০ বলে ২৯ রানে থামেন গাপটিল।

তৃতীয় উইকেটে জুটি বাঁধেন হেনরি নিকোলস ও রস টেলর। ৯২ রানের জুটি গড়েন ৯৯ বলে। বিপজ্জনক এ জুটি ভাঙেন স্পিনার মিরাজ। ৭৪ বলে ৬৪ রান করা নিকোলস তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। টেলর বেশিক্ষণ টিকতে পারেননি। রুবেলের লেন্থ বল ডিপ মিড উইকেট দিয়ে উড়াতে গিয়ে ক্যাচ দেন মাহমুদউল্লাহর হাতে। ৮২ বলে ৬৯ রানের ইনিংস খেলার পথে রেকর্ড গড়েছেন টেলর। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সবথেকে বেশি রানের মালিক এখন টেলর।

নিউজিল্যান্ডের রান চূড়ায় নিয়ে যেতে পরবর্তীতে বড় ভূমিকা রেখেছেন টম লাথাম, জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। লাথাম ৫১ বলে ৫৯ ও নিশাম ২৪ বলে ৩৭ রান করেন। বিস্ফোরক ইনিংস খেলেন গ্র্যান্ডহোম। ১৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন এ ব্যাটসম্যান। মিচেল স্ট্যানার ৯ বলে করেন ১৬ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও নিউজিল্যান্ড,হোয়াইটওয়াশ,মাশরাফি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close