reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০১৯

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে সিলেট

বাঁচা-মরার ম্যাচে খেলতে নেমেছে দুই দল। যে দল হারবে, বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদেরই। কিন্তু জিতলেও বলা যাবে না আদৌ প্লে-অফের টিকিট মিলবে কি-না তাদের।

তবে আজকের ম্যাচ জিতলে সেই পথে অনেকটা এগিয়ে যাবে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। ১০ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বর দল সিলেট। অপরদিকে রাজশাহীর রয়েছে ১১ ম্যাচে ১০ পয়েন্ট।

বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট অধিনায়ক অলক কাপালী।

রাজশাহী কিংস : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক),শাহরিয়ার নাফিস, ক্রিশ্চিয়ান জঙ্কার, লরি ইভান্স, রায়ান টেন ডেসকাটে, জনসন চার্লস, জাকির হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি।

সিলেট সিক্সার্স : লিটন দাস, আফিফ হোসেন, সাব্বির রহমান, নিকোলাস পুরান, জেসন রয়, সোহেল তানভীর, মোহাম্মদ নওয়াজ, অলক কাপালী (অধিনায়ক),তাসকিন আহমেদ, ইবদাত হোসেন, নাবিল সামাদ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট সিক্সার্স,রাজশাহী কিংস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close