reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০১৯

ঢাকাকে হারিয়ে জয়ে ফিরল চিটাগং

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রামে চলতি আসরের ৩৭ তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে চিটাগং নগরীর দলটি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট ১৭৪ রান সংগ্রহ করে ভাইকিংসরা।

এই টার্গেটে ব্যাটিংয়ে খেলতে নেমে ঢাকা দর্শকদের বেশ একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে । যদিও জিততে পারেনি তারা। ঢাকা ডায়নামাইটসকে ১১ রানে হারিয়েছে মুশফিক বাহিনী।

এবার তৃতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করল চিটাগং ভাইকিংস। টানটান উত্তেজনার ম্যাচে দুর্দান্ত এ বিজয়ে ১১ ম্যাচে ৭ জয় ও ৪ হারে ১৪ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ারের টিকিট পেল চিটাগং।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। শাহজাদের ক্যাচ বানিয়ে সুনিল নারাইনকে ফিরিয়ে দেন আবু জায়েদ। সেই রেশ না কাটতেই ইনফর্ম রনি তালুকদারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এ পরিস্থিতিতে শাহজাদের চতুরতায় মিজানুর রহমান রানআউটে কাটা পড়লে চাপে পড়ে দলটি।

চতুর্থ উইকেটে নুরুল হাসানকে নিয়ে চাপ কাটিয়ে ওঠেন সাকিব আল হাসান। ক্যামেরন ডেলপোর্টের এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ২৩ বলে ২টি চার-ছক্কায় ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন নুরল। এদিকে সাকিব ম্যাচ ধরে থাকেন।

খানিক পর কাইরন পোলার্ড রানআউটে কাটা পড়লে ফের বিপাকে পড়ে তারা। সাকিব ও আন্দ্রে রাসেল সেই বিপর্যয় কাটিয়ে ওঠেন। ক্রিজে সেট হয়ে যান তারা। জয়ের আশা দেখায় ঢাকা। কিন্তু রাসেল ফিরলে খেলা যেন উল্টে যায়। তবে ২৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রানের টর্নেডো ইনিংস খেলেছেন ক্যারিবীয় হিটার।

ঢাকা অধিনায়ক সাকিব ৪২ বলে ৬ চারে ৫৩ রানের অসাধারণ ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৩ রান তুলতে সক্ষম হয় সাকিব বাহিনী। এতে ১১ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় চিটাগং ভাইকিংস।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা ডায়নামাইটস,চিটাগং ভাইকিংস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close