reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মার্চ, ২০২৩

জাহান্নামি ৩ শ্রেণির মানুষকে চিনে রাখুন

প্রতীকী ছবি

হাদিসে এসেছে, তিন শ্রেণির মানুষ নিশ্চিত জাহান্নামি। তারা হলো- ১. বৃদ্ধ বয়সেও ব্যভিচারে লিপ্ত নারী-পুরুষ ২. যে শাসক শ্রেণির কর্তা ব্যক্তিরা মিথ্য বলে জনগণকে বিভ্রান্ত করেন এবং ৩. গরিব হওয়ার পারও হৃদয় অহংকারে পরিপূর্ণ এমন ব্যক্তি।

এই তিন শ্রেণির মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও এবং ইসলামের অন্য সব বিধিবিধান পালন করলেও জাহান্নামের শাস্তি ভোগ করবেন। তাদের সঙ্গে বিচার দিবসে মহান আল্লাহ তায়ালা কোনো কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না।

হজরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত তিনি বলেন, রাসুল স. বলেছেন, ‘তিন শ্রেণির মানুষের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তায়ালা কথা বলবেন না। তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের দিকে ফিরেও (দয়া দেখানো) তাকাবেন না। বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি (দোজখ)। ওই তিন শ্রেণি হচ্ছে- বৃদ্ধ ব্যভিচারী. মিথ্যবাদী শাসক ও অহংকারী গরিব।’ - (মুসলিম : ১০৭)

পিডিএস/এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাদিসের বাণী,ধর্ম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close