reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০২৪

বিএনপির সব আশা শেষ হয়ে গেছে : ওবায়দুল কাদের

ছবি : সংগৃহীত

দেশে এখন বিএনপিই ডামি হয়ে গেছে, এই মুহূর্তে দলটির আর কোনো আশা নেই। কারণ মার্কিন ভিসানীতি ও নিষেধাজ্ঞার শঙ্কা শেষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ থেকে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এরা (বিএনপি) নিজেদের নিজেরাই ভুয়া প্রমাণ করেছে। বিএনপির এই মুহূর্তে কোনো আশা নেই। ভিসানীতিও নাই, নিষেধাজ্ঞাও নেই।

তিনি বলেন, বাংলাদেশে এখন বিএনপি ডামি দল। আর কোন ডামি দলের দরকার নেই। শোকে পাথর হয়ে গেছে। সব আশা হারিয়ে গেছে। ওরা আন্দোলন করবে, সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে এসব শুনে ঘোড়াও হাসে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে না এসে বিএনপি কত বড় ভুল করেছে অচিরেই প্রমাণ পাবে। কালো পতাকা মিছিল, এটা শোক পালনের কর্মসূচি।

তিনি আরও বলেন, কালো পতাকা শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা আজ পরাজিত হয়েছি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল কুমার চ্যাটার্জি ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,আ.লীগ,মার্কিন নিষেধাজ্ঞা,ওবায়দুল কাদের
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close