আকবর হোসেন, মনোহরগঞ্জ (কুমিল্লা)

  ০৪ জানুয়ারি, ২০২৪

মনোহরগঞ্জে উঠান বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী

নৌকায় ভোট দিলে স্মার্ট ও উন্নত দেশ পাবেন 

মনোহরগঞ্জের বিপুলাসার ইউনিয়নের সাইক চাইল এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি: প্রতিদিনের সংবাদ

তরুণ ভোটারদের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র উল্লেখ করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। তরুণ ভোটারদের উপস্থিতি দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। তোমরা আগামী দিনের উন্নত বাংলাদেশের নাগরিক হবে। তাই তোমাদের বলব, উন্নত বাংলাদেশ গড়তে হলে জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন মো. তাজুল ইসলাম। একই দিন উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইক চাইল এলাকায়, সরসপুর ইউনিয়ন, বাইশগাঁও ইউনিয়ন ও ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগাঁও গ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠক করেন তিনি।

কুমিল্লা-৯ (লাকসাম-কুমিল্লা) আসনে ষষ্ঠবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করছেন মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার নির্বাচনী উঠান বৈঠকে উল্লেখসংখ্যক নতুন ভোটারের উপস্থিতি দেখা যায়। তাদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী উঠান বৈঠকে তরুণ ভোটারদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। তরুণ ভোটারদের সমর্থন চাই। নৌকা মার্কায় ভোট দিলে স্মার্ট ও উন্নত দেশ পাবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের সেই দেশ দেবেন। তাই তরুণ ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।’


  • বৈঠকে উপস্থিত বিপুলসংখ্যক তরুণ, নৌকায় ভোটের আহ্বান
  • যেকোনো পরিস্থিতিতে সাংবিধানিক ভোটের প্রক্রিয়া অব্যাহত থাকলে মানুষের ভাগ্যের উন্নতি হয়

সাংবিধানিক ভোটের প্রক্রিয়া অব্যাহত থাকলে মানুষের ভাগ্যের উন্নতি হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারয়মন্ত্রী। তিনি বলেন, ‘ভোট এমন একটা প্রক্রিয়া, বিশ্বের শত শত বছরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে, এই ব্যবস্থাপনাই উত্তম ব্যবস্থাপনা। অর্থাৎ, যেকোনো পরিস্থিতিতে সাংবিধানিক ভোটের প্রক্রিয়া অব্যাহত থাকা উচিত, অব্যাহত থাকলে মানুষের ভাগ্যের উন্নতি হয়। তুলনা যদি করি, ইউরোপ, আমেরিকাতে যত সমস্যা হোক না কেন, নির্বাচন কিন্তু হয়।’

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘সমাজে সুশাসন দরকার, ন্যায়বিচার হওয়া দরকার, ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। একজন নেতার গুণাবলি হলো সমাজে ভালো কাজ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, সত্য বাস্তবায়ন করা। আপনি নেতা, আপনি যদি ভালো কাজ করেন, আপনাকে জনগণ মূল্যায়ন করবে, আপনার কথা শুনবে; আর খারাপ কাজ করলে ঘৃণা করবে। আমি মন্ত্রী, আমি যদি ভালো কাজ করি তাহলে আমি পুরস্কার পাব। আর খারাপ কাজ করলে তিরস্কার পাব।’

মন্ত্রী বলেন, ‘আগামী ৭ তারিখ দেশের জনগণ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, তাই সবাইকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাই। ভোটারদের কেন্দ্রে উপস্থিত করার জন্য দলীয় নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

কুমিল্লা-৯ আসনে চারবারের সংসদ সদস্য তাজুল ইসলাম বলেন, ‘৭ জানুয়ারি জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যেসব দেশে সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, সেই দেশগুলো উন্নত হয়েছে। আমরা ইউরোপের কথা যদি বলি, ইউরোপের প্রায় সব দেশে তাদের সরকারের মেয়াদকালে আবার নির্বাচন হয়। গ্রেট ব্রিটেনের মার্গার থ্রেসার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি প্রতিবার নির্বাচিত হয়েছেন ভোটের মাধ্যমে।’

নির্বাচনী প্রচার অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো. শাহাদাত হোসেন, মনোহরগঞ্জ যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সেলিম কাদের চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব।

আরো ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী, ইকবাল হোসেন, আবদুল মান্নান, আশিকুর রহমান হিরণ ও আলমগীর হোসেন; আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান, আবুল কালাম আজাদ, মাস্টার রুহুল আমিন, শাহজাহান বেপারি, শফিকুর রহমান, মোরশেদ আলম, আমির হোসেন মন্টু, মোবারক হোসেন হাওলাদারসহ অন্যরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লা,মনোহরগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close