reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জানুয়ারি, ২০২৪

ভোটের প্রচার শেষ হচ্ছে শুক্রবার সকালে

প্রার্থীর প্রতীকী ছবি। গেটি ইমেজ

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুক্রবার সকাল ৮টায় শেষ হচ্ছে। ফলে বৃহস্পতিবার নির্বাচনের প্রচারের শেষ দিনের প্রচারণায় প্রতিটি আসনে ছড়িয়ে পড়ছে নির্বাচনী উত্তাপ।

প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া বিভিন্ন আসনের প্রার্থী ও সমর্থকরা। বিএনপি ও তাদের মিত্রদের ভোট বর্জনের পরও স্বতন্ত্র প্রার্থীদের কারণে প্রায় শতাধিক আসনে জমজমাট লড়াইয়ের আভাস মিলেছে।

গত ১৮ ডিসেম্বর শুরু হয়েছিল এবারের নির্বাচনী প্রচারণা। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে ভোটের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোটের প্রচার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close