reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ডিসেম্বর, ২০২২

নয়াপল্টনে সমাবেশ করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৫ লাখ লোকের সমাগম নয়াপল্টনে কেন করবে, এটা আমাদের চিন্তার বিষয়। কেন তারা সেখানে করতে চায়, সেটা আমাদের দেখার বিষয়। একইসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে, তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।’

বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপিকে নয়াপল্টন বা আরামবাগে আইডিয়াল স্কুলের সামনের সড়কে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দীর বিপল্প হিসেবে বিএনপি টঙ্গী ইজতেমা মাঠে বা পূর্বাচলে সমাবেশ করলে পুলিশ পূর্ণ সহয়তা দিবে। কিন্তু রাজধানীর কোনো সড়কেই বিএনপিকে সমাবেশ করতে দিবে না পুলিশ। এতে জনভোগান্তি ও নাশকতার আশঙ্কা করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বারাষ্ট্রমন্ত্রী,বিএনপি,নয়াপল্টন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close