ঠাকুরগাঁও প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৮

‘ভোটের মধ্য দিয়ে দেশকে মুক্ত করব’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সারাদেশে মিথ্যা গায়েবি মামলা দিয়ে আমাদের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। এ অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হবে, এই সংগ্রাম হচ্ছে ভোটের সংগ্রাম। ৩০ ডিসেম্বর ভোটের মধ্য দিয়ে আমরা দেশকে মুক্ত করব।’

বুধবার বিকেলে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের হাজার হাজার নেতা-কর্মী ঢাকায় রিক্সা চালায়; কেউ আবার সিকিউরিটির কাজ করে। আমাদের নেতা-কর্মীদের কি অপরাধ; আমরা দেশে গণতন্ত্র ও অধিকার চেয়েছি এটাই কি আমাদের অপরাধ? কেন আমাদের নেতা-কর্মীদের উপর নির্যাতন ও হয়রানি করা হচ্ছে?’

তিনি আরও বলেন, ‘আমাদের একটা সুযোগ এসেছে; আর সেটা হলো ভোট। এই ভোটের মাধ্যমেই আমরা দেশে পরিবর্তন আনতে পারি। তাহলে এই কষ্টের শেষ হবে, নির্যাতনের শেষ হবে। আমার ভাইয়েরা ফিরে আসবে; আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়া ফিরে আসবে।’

আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

ঠাকুরগাঁও সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার মোহাম্মদপুর, নারগুন, জগন্নাথপুর, রুহিয়া, সালন্দর, আউলিয়াপুর ইউনিয়নসহ বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোট,দেশ,মুক্ত,ঠাকুরগাঁও
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close