চট্টগ্রাম ব্যুরো

  ০১ ডিসেম্বর, ২০১৮

চট্টগ্রাম-৯ আসনে ইভিএম বাতিল চায় বিএনপি

প্রতীকী ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিএনপি। এ ছাড়া ডা. শাহাদাত হোসেনসহ মনোনয়ন পাওয়া নেতাদের মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া একটি স্মারকলিপিতে বিএনপি এসব দাবি জানায়।

শনিবার বেলা ১২টায় স্মারকলিপিটি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের হাতে তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উন্নত দেশগুলো যখন কাগজের ভোটে ফিরে যাচ্ছে, তখন সরকার এবং নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে। নির্বাচন কর্মকর্তাদেরও ইভিএম বিষয়ে কোনও প্রশিক্ষণ নেই। ইভিএম মেশিনে ভোট জালিয়াতি এবং চুরির সুযোগ রয়েছে।

স্মারকলিপিতে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনয়নপত্র গ্রহণকারী চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,ইভিএম,বিএনপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close