reporterঅনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর, ২০১৮

নৌকা প্রতীকে নির্বাচন করতে চায় ১১ দল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ মোট ১১টি দল নৌকা প্রতীক নিয়ে যৌথভাবে ভোট করতে চায়। যেসব দল নৌকা প্রতীকে প্রতীকে ভোট করতে চায় তাদের তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে আওয়ামী লীগ।

রোববার বিকেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদের কাছে এ তালিকা জমা দিয়েছেন।

আওয়ামী লীগ ছাড়া নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে চাওয়া দলগুলো হলো, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি, মঞ্জু), কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি ও বাসদ (রেজা)।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের একাধিক দল ইতোমধ্যে নৌকা ও তাদের দলীয় প্রতীকে ভোট করতে কমিশনকে চিঠি দিয়েছে। নিবন্ধনহীন বাংলাদেশ জাসদও নৌকা প্রতীকে ভোট করতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।

এদিকে, আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বরাবর পাঠানো এক চিঠিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ধানের শীষ প্রতীক নিয়ে মোট আটটি দল আগামী নির্বাচনে অংশ নিতে চায়। বিএনপির সঙ্গে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাওয়া দলগুলো হলো, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাকপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নির্বাচন,নৌকা প্রতীক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close