reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০১৮

‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে’

সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, একটি মেধাবী ও স্বাস্থ্যবান আগামী প্রজন্ম গড়তে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশনের সমাপনি বক্তব্যে এ তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমানে জনগণ অনেক শান্তিতে রয়েছে। তবে কিছু সমস্যা রয়েছে, যা জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে। বিশেষ করে শিক্ষা, ব্যাংকিং খাত, যানজট, সড়ক দুর্ঘটনা ও কর্মসংস্থান সৃষ্টিসহ আরো কিছু সমস্য সমাধানের ওপর তিনি গুরুত্বারোপ করেন। রওশন শিক্ষা খাতের বর্তমান অবস্থা দূর করতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহবান জানান। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস রোধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি রাজধানীকে জনগণের বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে বেশ ক’টি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। দ্রুত এসব প্রস্তাব বাস্তবায়নের আহবান জানান।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিরাপদ খাদ্য,বিরোধীদলীয় নেতা,রওশন এরশাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist