reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি, ২০১৮

বিএনপির এখন দুই চ্যালেঞ্জ : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মন্তব্য করে বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠানোর মাধ্যমে সরকারের সঙ্গে সব ধরনের সমঝোতার পথ বন্ধ হয়ে গেছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘প্রতিহিংসার বিচারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

মওদুদ বলেন, খালেদাকে জেলে পাঠিয়ে সরকার রাজনৈতিক সমঝোতার পথও বন্ধ করে দিয়েছে। তাই এখন আমাদের দুইটি চ্যালেঞ্জ। একটি হলো বেগম জিয়াকে কারাগার থেকে বের করে আনা; আরেকটি হলো আন্দোলন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। দমনপীড়ন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না

হুশিয়ার করে তিনি বলেন, সরকার যদি মনে করে দেশের জনগণ ও জাতীয়তাবাদী শক্তি দুর্বল হয়ে গেছে, এটি তারা মারাত্মক ভুল করবে। তারা (সরকার) বুঝতে পারছে না দেশের মানুষের মনের অবস্থা। সুষ্ঠু নির্বাচন হলে এবার আওয়ামী লীগের খবর আছে। খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের ‘সার্টিফায়েড কপি’ নিয়ে সরকার ‘ছলচাতুরি’ করছে বলেও অভিযোগ করেন মওদুদ আহমদ। খালেদা জিয়াকে বেশি দিন কারাগারে আটকে রাখতেই সরকার এই ছলচাতুরির আশ্রয় নিয়েছে বলে দাবি করেন তিনি।

সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, রায় হয়েছে ৮ ফেব্রুয়ারি। রোব, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার গেল-এখনো পর্যন্ত রায়ের কপি পাওয়া যায়নি। তিনি বলেন, এই যে ছলচাতুরি, এটি করার অর্থই হলো যে, যত দিন পারা যায়, বেগম জিয়াকে জেলখানায় রাখা।

আপিলের পর খালেদার জামিনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মওদুদ বলেন, যখনই রায়ের নকল পাব, আমরা আপিল ফাইল করব। আপিলের সঙ্গে সঙ্গে আমরা তার জামিন চাইব।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্যারিস্টার মওদুদ আহমদ,বিএনপি,খালেদা জিয়া,খালেদার জামিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist