reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ডিসেম্বর, ২০১৭

রাতে ঢাকার আবাসিক এলাকায় হর্ন বাজানোর ওপর নিষেধাজ্ঞা

রাজধানী ঢাকার আবাসিক ও ভিআইপি এলাকায় রাত ১০টার পর সব ধরনের যানবাহনের হর্ন বাজানো এবং ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে স্থানীয়ভাবে হাইড্রোলিক হর্নের উৎপাদন করে সস্তায় বাজারে বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি স্কুল, কলেজ, হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময়ও হর্ন বাজানো নিষিদ্ধ করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ।

রিট আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, হর্ন বাজানো ও গতি নিয়ন্ত্রণ এবং উৎপাদন বন্ধের বিষয়ে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন,তাদের জন্য এ বিষয়ে নির্দেশনা জারি করতে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহা পরিদর্শককে।এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে তাদের প্রতিবেদন দিতে বলেছে আদালত। আগামী ২ ফেব্রুয়ারি বিষয়টি আবার শুনানিতে আসবে।

আদালতের এই নির্দেশনা পালনে ঢাকার কাকরাইল-মগবাজার হয়ে ময়মনসিংহ রোড এবং শাহবাগ-সায়েন্স ল্যাবেরেটরি হয়ে গাবতলী রোডে সার্ভিলেন্স টিম (তদারক দল) গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট এই রিট আবেদনের শুনানি করে রুল দেয় হাই কোর্ট। হাইড্রোলিক হর্ন বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সারা দেশে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজিপি, হাইওয়ে পুলিশের ডিআইজি, ডিএমপি কমিশনার, ট্রাফিকের যুগ্ম কমিশনার, বিআরটিএ-এর চেয়ারম্যান, ঢাকার ট্রাফিকের চার ডিসিসহ ২০ জন বিবাদীর কাছে রুলের জবাব চায় হাই কোর্ট।

সেই সঙ্গে রাজধানীতে চলাচলকারী যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করা, ২৭ অগাস্টের পরও কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে সে গাড়ি জব্দ করা এবং হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ এবং বাজারে যেসব হর্ন রয়েছে, তা জব্দ করার নির্দেশ দেয় হাইকোর্টের এই বেঞ্চ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাইকোর্ট,হর্ন বাজানো,হাইড্রোলিক হর্ন,ঢাকা,আবাসিক এলাকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist