reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০১৭

৭ মার্চের ভাষণ

সরকারিভাবে ‘স্বীকৃতি’ উদযাপন আগামীকাল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ইউনেস্কো স্বীকৃতি সরকারিভাবে উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানীতে আনন্দ শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। শুক্রবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, ৭ মার্চের ভাষণের ইউনেস্কো স্বীকৃতি উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সেখান থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। এই শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এরপর বিকেল তিনটায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির ভাষণ দেবেন।

দেশের বাইরে বাংলাদেশ দূতাবাসগুলোতেও শোভাযাত্রা হবে বলে জানান তিনি। এক প্রশ্নের উত্তরে শফিউল ইসলাম জানান, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
৭ মার্চের ভাষণ,স্বীকৃতি,বঙ্গবন্ধু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist