reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০২৪

ট্রেনে আগুন, চন্দ্রিমার খোঁজ পাচ্ছে না পরিবার

ছবি : সংগৃহীত

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মাসি বিভাগের শিক্ষার্থী চন্দ্রিমা চৌধুরী (২৮)। শুক্রবার (৫ জানুয়ারি) বেনাপোল এক্সপ্রেসে রাজবাড়ী থেকে ঢাকায় ফিরছিলেন তিনি। সবশেষ ট্রেনে অগ্নিকাণ্ডের ১৫ থেকে ২০ মিনিট আগেও কথা হয় তার বড় ভাইয়ের সঙ্গে। তারপর থেকেই আর খোঁজ মিলছে না চন্দ্রিমার।

শনিবার (৬ জানুয়ারি) এমনটাই জানিয়েছেন চন্দ্রিমার চাচাতো ভাই অনিন্দ্য পাল। তিনি বলেন, ঘটনার দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে বেনাপোল এক্সপ্রেসে উঠেন চন্দ্রিমা। এরপর বেশ কয়েকবার পরিবারের সঙ্গে কথা হয়। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তার ফোন বন্ধ আছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

অনিন্দ্য বলেন, শুক্রবার রাত থেকে ঢাকা মেডিকেল হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল ও মুগদা মেডিকেল হাসপাতালসহ আশপাশের সব হাসপাতালে আমরা খুঁজেছি। হাসপাতালের মর্গে গিয়েও তার খোঁজ পাইনি। যে চারজন মারা গেছেনে তাদের দেখেছি। কিন্তু ওই লাশগুলোর মধ্যে তাকে পাইনি। আমরা এখন বারডেম হাসাপাতালে এসেছি, সেখানেও তার খোঁজ পাইনি।

প্রসঙ্গত, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায়‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের ৫টি বগিতে আগুন আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেনাপোল এক্সপ্রেস,ট্রেন,আগুন,চন্দ্রিমা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close