লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০২ জানুয়ারি, ২০২৪

লাকসামে উঠান বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী 

আবারও ক্ষমতায় আনলে উন্নয়নকাজ সমাপ্ত হবে

কুমিল্লার লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকের জন্য গেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামকে জড়িয়ে ধরেন স্থানীয় এক ভোটার। ছবি : প্রতিদিনের সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনলে দেশের অসমাপ্ত উন্নয়নকাজগুলো সমাপ্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি। আমাকে তিনি মনোনয়ন দিয়েছেন, কিন্তু আপনারা আমাকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত করেছেন। আশা করি, আপনারা আবারও ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন। আমি মন্ত্রী হওয়ার পর কুমিল্লার প্রতিটি উপজেলা, জেলা শহরের উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছি। পাশাপাশি আমার নির্বাচনী আসনে অসংখ্য উন্নয়নকাজ করেছি।’

মঙ্গলবার কুমিল্লার লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মো. তাজুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে হেভিওয়েট প্রার্থী। এর আগে তিনি এ আসন থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে দেখা করার পর আমি লাকসামের হিজড়া সম্প্রদায়ের কথা শুনেছি। তাদের জন্য ঘর নির্মাণ করার ব্যবস্থা করেছি। ঘরের নির্মাণকাজ চলমান। তাদের জন্য অনেক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছি। আমি যেমন মুসলমানদের মসজিদের জন্য বরাদ্দ দিয়েছি, উন্নয়ন করেছি; তেমনি আমি হিন্দু সম্প্রদায়ের জন্য কাজ করেছি, আমি মন্দিরে বরাদ্দ দিয়েছি, অনেক উন্নয়ন করেছি। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনলে আমাদের দেশের অসমাপ্ত উন্নয়নকাজগুলো সমাপ্ত করা হবে।’

কুমিল্লা-৯ আসনের চারবারের সংসদ সদস্য মো. তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, এর সফলভাবে বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে স্বাধীনতার সুফল আজ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। নৌকা মানে দেশ ও দেশের মানুষের উন্নয়ন। নৌকা মার্কায় ভোট দিলে দেশে ব্যাপক উন্নয়ন হয়।’

মো. তাজুল ইসলাম বলেন, ‘অনেক লড়াই-সংগ্রামের পর ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। সেদিন আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। মহান জাতীয় সংসদে এমপি বানিয়ে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এমপি হয়ে আপনাদের কথা ভুলে যাইনি।’ ৭ জানুয়ারি নির্বাচনের দিন নৌকা প্রতীকে তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাড়াও মঙ্গলবার ২ ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন মন্ত্রী।

নির্বাচনী উঠান বৈঠকগুলোয় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পড়সী সাহা, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবু তাহের, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, লাকসাম পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরা, অভিনেতা মীর সাব্বির, কাউন্সিলর আবদুল আজিজ, মোহাম্মদ উল্লাহ, লাকসাম উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, লাকসাম পৌরসভা ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদসহ অন্যরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্থানীয় সরকারমন্ত্রী,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close