reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মে, ২০২৩

সৌদি পৌঁছেছেন ৯৭৮৯ হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৯ হাজার ৭৮৯ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার প্রথম তিন ফ্লাইটের ১২৫১ জন হজযাত্রী মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করার উদ্দেশ্যে বুধবার মক্কা থেকে মদিনায় গমন করেছেন।

এদিন মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

হজ অফিস জানিয়েছে, সৌদিতে আগত ৯ হাজার ৭৮৯ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩৭৩২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৬০৫৭ হজযাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হজযাত্রী,সৌদি আরব,পবিত্র হজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close