reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০২২

‘মেয়েরা যে পারে সেটা তারা প্রমাণ করেছে’

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে দেশের নারীরা। এছাড়া নারী-পুরুষ সমানতালে কাজ না করলে দেশ এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ওসমানি স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নারীদের নিজের পায়ে দাঁড়ানোর পথ বেগম রোকেয়াই দেখিয়েছিলেন। বর্তমানে নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে সব ধরনের কর্মক্ষেত্রে নারীরা কাজ করে যাচ্ছে। এ সময় সংসদ উপনেতার শূন্য পদ একজন নারীকে দিয়েই পূরণ করবেন বলে অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের পাঁচ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন- চট্টগ্রাম জেলার প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট)। নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন (জন্মস্থান খুলনা), সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখায় নড়াইল জেলার ড. আফরোজা পারভীন, পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ঝিনাইদহ জেলার নাছিমা বেগম, নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য ফরিদপুর জেলার রহিমা খাতুন।

বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোকেয়া দিবস,বেগম রোকেয়া পদক,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ওসমানী স্মৃতি মিলনায়তন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close