reporterঅনলাইন ডেস্ক
  ০৫ অক্টোবর, ২০২২

দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন মঙ্গলবার (৪ অক্টোবর) এ তথ্য জানান। তিনি বলেন, শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানটি বুধবার রাত ৮টায় সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

হিন্দুধর্মীয় নেতা, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সর্বজনীন কমিটি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেবেন। মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে আসতে অতিথিদের আহ্বান জানানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাষ্ট্রপতি,দুর্গাপূজা,শুভেচ্ছা বিনিময়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close