reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২২

নিজ গাড়িতে অপহরণচেষ্টার শিকার নারী, তেল শেষ হওয়ায় রক্ষা

ছবি : সংগৃহীত

রাজধানীতে নিজ গাড়িতেই চালকের হাতে অপহরণচেষ্টার শিকার হয়েছিলেন শাম্মী আক্তার নামে এক নারী। তবে গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় এ যাত্রায় রক্ষা পান তিনি।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সায়েন্সল্যাব এলাকার নিজ বাসা থেকে ব্যক্তিগত গাড়িতে করে মিরপুর ডিওএইচএসে অফিসের উদ্দেশ্যে রওনা দেন কর্মজীবী শাম্মী আক্তার। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ পেছনের সিটে ওই নারীর পাশে উঠে পড়েন এক ব্যক্তি এবং কিছু বুঝে ওঠার আগেই প্লায়ার্স দিয়ে ভয় দেখিয়ে তাকে জিম্মি করেন।

পরে অপহরণের উদ্দেশ্যে তাকে নিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে এলোমেলো ঘোরাফেরা করেন তারা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে গেলে গাড়িটির তেল শেষ হয়ে যায়। এ সময় চালক গাড়ি থেকে নামলে চিৎকার শুরু করেন শাম্মী আক্তার। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তার গাড়ির চালক রনি পালিয়ে যায় তবে তার সহযোগী কাশেমকে আটক করে পুলিশে দেয় তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ সদস্যরা শাম্মী আক্তারকে উদ্ধার করে। প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, শাম্মী আক্তার নিজ গাড়ির চালকের হাতে অপহরণচেষ্টার শিকার হয়েছিলেন। গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় চালক রনি পালিয়ে গেলেও তার সহযোগী কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহযোগী কাশেম উক্ত নারীকে অপহরণচেষ্টার কথা স্বীকার করেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজধানী,প্রাইভেটকার,অপহরণ,শাম্মী আক্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close