reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মার্চ, ২০২০

ঢাকায় জীবাণুনাশক কার্যক্রম উদ্বোধন করবেন স্থানীয় সরকারমন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে ঢাকা ওয়াসা কর্তৃক জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম শুরু হচ্ছে।

কাল শনিবার বেলা ১১টায় ঢাকা ওয়াসা কর্তৃক জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এসময় উপস্থিত থাকবেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।

এদিকে, সারাদেশে করোনাভাইরাস মোকাবিলায় মাঠে নেমেছে সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বসে নেই সিটি করপোরেশন, পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি ও কর্মকর্তারা।

সবার সম্মিলিত প্রচেষ্টায় নানা কার্যক্রমের অংশ হিসেবে শহর, বন্দর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের রাস্তাঘাটে ছিটানো হচ্ছে জীবাণুনাশক পানি।

এরই মধ্যে রাজধানীবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ঢাকার বিভিন্ন স্থানে জলকামান দিয়ে জীবাণুনাশক ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকেও একই উদ্যোগ নেওয়া হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জীবাণুনাশক,স্থানীয় সরকারমন্ত্রী,ঢাকা ওয়াসা,মো. তাজুল ইসলাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close