reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মে, ২০১৯

টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডন থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার দিবাগত রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার রাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজদের হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জেতে বাংলাদেশ। ক্যারিবীয়ানদের ৫ উইকেটে হারিয়ে লাল-সবুজের জার্সিধারীরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাইগার,অভিনন্দন,প্রধানমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close