reporterঅনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল, ২০১৯

সূচি পরিবর্তন সংসদ অধিবেশনের

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বুধবার বিকেল ৫টার পরিবর্তে সন্ধ্যা পৌনে ৭টায় বসবে। এছাড়া আজ বিকেল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির যে বৈঠক হওয়ার কথা ছিল, তা বৃহস্পতিবার একই সময়ে হবে। সংসদ সচিবালয় থেকে বুধবার সূচিতে পরিবর্তন আনার এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৩ এপ্রিল এই অধিবেশন আহ্বান করেন। আজ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর হওয়ার কথা ছিল। এছাড়া সংসদ নেতা হিসেবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেও তার থাকার কথা ছিল।

অধিবেশনের সময়সূচি পরিবর্তনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর জানাজা ও দাফনের জন্য সংসদের সূচিতে এই পরিবর্তন।

গত রোববার শ্রীলঙ্কার আট জায়গায় একযোগে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহত হয় আট বছর বয়সী জায়ান। তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স গুরুতর আহত হয়ে কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংসদ অধিবেশন,সূচি,জাতীয় সংসদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close