reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০১৯

অনলাইনে ভুয়া সাংবাদিকতা রোধ করা হবে : তথ্যমন্ত্রী

দেশের ভূঁইফোড় অনলাইন গণমাধ্যমের নেতিবাচক সংবাদের প্রভাব মোকাবেলায় কাজ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।

নতুন তথ্যমন্ত্রী বলেন, অনেকগুলো অনলাইন মিডিয়া সংবাদমাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এগুলো আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। এ ছাড়া দেশের স্বার্থে সরকার এবং গণমাধ্যম সমন্বিতভাবে কাজ করবে এবং অনলাইনে ভুয়া সাংবাদিকতা রোধ করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, আমি এ মন্ত্রণালয়ে নতুন এসেছি। সবার সহযোগিতা প্রয়োজন হবে। সাংবাদিকদের যেসব দাবি-দাওয়া রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপই আমরা গ্রহণ করব।

ড. হাছান মাহমুদ বলেন, তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের সব চিত্র দেখায় গণমাধ্যম। রাষ্ট্রের অন্যান্য স্তম্ভের সঙ্গে ও গণমাধ্যমের সমন্বয় থাকলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

এরআগে সচিবালয়ে প্রবেশ করলে মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ড. হাছান মাহমুদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তথ্যমন্ত্রী,ড. হাছান মাহমুদ,তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close