reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০১৮

প্রতিযোগিতামূলক অর্থনৈতিক সূচক

পাকিস্তানের চেয়ে ৪ ধাপ এগিয়ে বাংলাদেশ

বৈশ্বিক প্রতিযোগিতামূলক অর্থনৈতিক সূচকে পাকিস্তানের চেয়ে চার ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। ওই সূচকে বাংলাদেশের অবস্থান ১০৩ এবং পাকিস্তানের অবস্থান ১০৭।

বিশ্বের ১৪০টি দেশের ওপর এ প্রতিবেদন তৈরি করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। প্রতিষ্ঠান, নীতি এবং বিভিন্ন পরিমাপের ওপর নির্ভর করে জাতীয় প্রতিযোগিতামূলক অর্থনৈতিক সূচকের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। ‘গ্লোবাল কম্পেটিটিভনেস রিপোর্ট ২০১৮’ শীর্ষক এ প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো বিদেশি প্রতিযোগীদের জন্য সবচেয়ে উন্মুক্ত বাংলাদেশ।

প্রতিবেদনে এ বছর বাংলাদেশ বিশ্বের ১৪০টি দেশের মধ্যে ১০৩ নম্বরে থাকলেও গত বছর ছিল ৯৯তম অবস্থানে। এবার ১৪০টি দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি সিঙ্গাপুর ও জার্মানিকে পেছনে ফেলে সর্বোচ্চ আসনটি অর্জন করেছে। দেশটির উদ্যোক্তা সংস্কৃতি এবং আর্থিক ব্যবস্থার প্রশংসা করেছে ইকোনমিক ফোরাম।

বৈশ্বিক প্রতিযোগিতামূলক অর্থনৈতিক সূচকে অবস্থান করা প্রথম ১০টি দেশ হচ্ছে—যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, নেদারল্যান্ডস, হংকং, ব্রিটেন, সুইডেন এবং ডেনমার্ক।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম,সিপিডি,বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা,অর্থনৈতিক সূচক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close