reporterঅনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল, ২০১৮

‘প্রতিবন্ধী, উপজাতিদের অন্যভাবে চাকরি দেয়া হবে’

কেউ যখন কোটা চায় না, তখন সব কোটা বাতিল। প্রতিবন্ধী উপজাতিদের অন্যভাবে চাকরি দেয়া হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একটা নীতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করি। ১৯৭২ সাল থেকে কোটা চালু হয়ে আসছে। বিভিন্ন সময়ে কোটা সংস্কার করা হয়েছে।

তিনি বলেন, কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে চাকরি দিয়ে দিই। মেধাবীরা কিন্তু কেউ বাদ যায় না। একটা নীতিমালা হয়েছে। যেখানে কোটাধারী পাওয়া যাবে না, সেখানেই মেধা দিয়ে পূরণ হবে।

তিনি বলেন, যারা বিসিএস দেয় তারা সকলেই মেধাবী। যারা কোটায় সুযোগ পাচ্ছেন, তারাও মেধাবী। কার্যত শতভাগই মেধাবী।

আওয়ামী লীগ সভাপতি বলেন, সকালে ছাত্রলীগ নেতৃবৃন্দ এসেছিল। ছাত্রলীগ নেতৃবৃন্দকে বলেছি সব কোটা বাতিল। আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীরা সারাদিন রোদে রাস্তায় বসে আছে। রোগীরা হাসপাতাল যেতে পারছে না। অফিস আদালতে যেতে পারছে না। কী দরকার দুর্ভোগের?

তিনি বলেন, জেলায় জেলায় আন্দোলন চলছে কোটা সংস্কারের। তারাও চায় না কোটা। নারীরাও দেখালম রাজপথে নেমেছে। তারাও কোটা চায় না।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতিবন্ধী,উপজাতি,অন্যভাবে চাকরি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist