reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০১৮

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

১১টায় আখেরি মোনাজাত

এবারের মোনাজাত ও বয়ান দুটোই হবে বাংলায়

আজ রোববার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে টঙ্গীর তুরাগ তীরে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরইমধ্যে তুরাগতীরে লাখো মুসল্লি জমায়েত হয়েছেন। আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগের শুরা সদস্য মাওলানা জুবায়ের।

ঘন কুয়াশা, ঠাণ্ডা বাতাস, কনকনে শীত। এর মাঝেই সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে বয়ান, জিকির, ইবাদত-বন্দেগি। প্রতিবছর আখেরি মোনাজাতের আগে হেদায়াতি বয়ান করা হয়ে থাকে। বয়ান করছেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন। সব মিলিয়ে এবারের আখেরি মোনাজাত ও হেদায়াতি বয়ান দুটোই হবে বাংলায়।

গত শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয় ইজতেমার প্রথম দফা। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে চলতে পারবে।

চারদিন বিরতির পর আবার ১৯ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। একইভাবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (২১ জানুয়ারি) শেষ হবে ইজতেমার আনুষ্ঠানিকতা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টঙ্গী,বিশ্ব ইজতেমা,আখেরি মোনাজাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist