reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০১৮

নাখালপাড়া অভিযান : সন্ত্রাস দমন আইনে মামলা

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় চালানো অভিযানের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে। শনিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৩–এর অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান বলেন, সন্ত্রাস দমন আইনে র‍্যাবের পক্ষ থেকে মামলাটি করা হবে।

অভিযান চলাকালে নিহত তিন জেএমবি সদস্যের নাম-পরিচয়ের বিষয়ে জানতে চাইলে ইমরানুল হাসান বলেন, তিনজনের নাম–পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে র‍্যাবের কাজ চলছে বলে জানান তিনি।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, মামলা করার সব ধরনের প্রক্রিয়া শেষের দিকে। তেজগাঁও থানায় এই মামলা হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ‘রুবি ভিলা’ নামের ওই বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এরপর একটানা প্রায় ৪০ মিনিট ওই বাড়ির ভিতরে অবস্থানকারীদের সঙ্গে আইনশৃঙখলা বাহিনীর গোলাগুলি হয়। এতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্য নিহত হয়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাখালপাড়া অভিযান,সন্ত্রাস দমন,অাইন,মামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist