reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

প্রিয় পানীয় বোরহানি 

ছবি : সংগৃহীত

শীতের বিদায়, গরমের আগমন। এই সময় অনেকেই পানীয় খেতে পছন্দ করেন। বিশেষ করে বোরহানি অনেকের খুব প্রিয় পানীয়। ভারী খাবার খাওয়ার পরে বোরহানি না খেলে অনেকের চলেই না। জেনে নিন রেসিপি...

উপকরণ

১. দই- এক কেজি

২. সরিষা গুঁড়া- এক টেবিল চামচ

৩. পানি- পরিমাণমতো

৪. পুদিনা পাতা বাটা- এক টেবিল চামচ

৫. জিরা গুঁড়া- এক চা চামচ

৬. কাঁচা মরিচ বাটা- দুই চা চামচ

৭. ধনে গুঁড়া- এক চা চামচ

৮. চিনি- পরিমাণমতো

৯. আদা গুঁড়া- সামান্য

১০. লবণ- পরিমাণমতো

১১. শুকনা মরিচ গুঁড়া- হাফ চা চামচ

১২. বিট লবণ- দুই চা চামচ

১৩. সাদা গোল মরিচ গুঁড়া- সামান্য

যেভাবে তৈরি করবেন

পুদিনা পাতা ডাটাসহ মিহি করে বেটে নিন। গুঁড়া মসলার পরিবর্তে বাটা মসলা দেওয়া যাবে। এবার সরিষা সঙ্গে পানি দিয়ে দই মিশিয়ে নিন। দই ব্ল্যান্ডারে মসৃণ করে ফেটে নিন। বেশি ঘন হলে প্রয়োজনমতো পানি মিশিয়ে নেবেন।

এবার দইয়ের সঙ্গে অন্যান্য সব উপকরণ মিশিয়ে নিন। চিনি ও লবণের পরিমাণ নিজের রুচিমতো বাড়ানো কমানো যাবে। শেষে ৩০ মিনিট রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বোরহানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close