reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মার্চ, ২০২৩

লং ডিসট্যান্স রিলেশনশিপ ভালো রাখতে যা করবেন

ফাইল ছবি

লং ডিসট্যান্স রিলেশনশিপ বজায় রাখতে প্রয়োজন ধৈর্য এবং বোঝার ক্ষমতা। নাহলে দূরত্বের কারণে অনেক সময়েই সম্পর্কে বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে। সঙ্গী যদি দূরে থাকে তবে সম্পর্কের রঙ ঠিকঠাক রাখতে কী করবেন আর কী করবেন না- সেটা জেনে নিন।

মানসিক দূরত্ব বাড়তে দেবেন না

প্রিয় মানুষটির সঙ্গে শারীরিক দূরত্ব হয়তো আছে, তবে মানসিকভাবে তাকে দূরে যেতে দেবেন না। আস্থা এবং ভালোবাসার জায়গায় যেন ছেদ না পড়ে সেদিকে লক্ষ রাখা জরুরি। সবসময় কথা হোক কিংবা না হোক- মানসিক যোগাযোগের স্বস্তি যেন সম্পর্ক থেকে চলে না যায়।

নিজেদের জন্য সময় বের করুন

দুইজন দুই জায়গাতে যতই ব্যস্ত থাকুন না কেন, দিনের একটি নির্দিষ্ট সময় রাখুন দুজন দুজনার জন্য। সে সময় ভিডিও কল বা অডিও কলে কথা বলুন, আড্ডা দিন। সম্পর্ক প্রাণবন্ত থাকবে।

সারপ্রাইজ দিতে চলে যান সঙ্গীর কাছে

হুট করে সঙ্গীর কর্মস্থলে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিতে পারেন তাকে। এইসব ছোট ছোট আনন্দ আপনাদের দূরত্বকে বাড়তে দেবে না কখনোই।

উপহার পাঠান

নির্দিষ্ট উপলক্ষে সঙ্গীকে প্রিয় কিছু উপহার পাঠাতে পারেন।

সময় বের করে ভ্রমণে যান

দুইজন একসঙ্গে সময় বের করতে পারলে ব্যাগ নিয়ে বেরিয়ে পরুন। প্রকৃতির কাছাকাছি কোথাও ঘুরে আসুন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লং ডিসট্যান্স রিলেশনশিপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close